Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Focus group discussion with beneficiary farmers under PARTNER project
Details

গত ১৮/০২/২০২৪ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুষ্টিয়ায় PARTNER প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকদের সাথে দিনব্যাপী ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ এর সভাপতিত্বে এবং মোঃ মামুন হোসাইন এর সঞ্চালনায় এ ফোকাস গ্রুপ আলোচনা শুরু হয়। উক্ত ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর PARTNER প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ড. মোঃ ফারুক হোসেন । আরও উপস্থিত ছিলেন ড. মোঃ রবিউল আলম, (PSO), ড. কামরুন নাহার, (PSO), মোঃ আকতার হোসেন, (PSO), সগবি, বারি, গাজীপুর। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মেহেদী মোর্শেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, সগবি,কুষ্টিয়া এবং ডিএ ই এর প্রতিনিধি। উক্ত ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠানে কিভাবে পতিত জমি, ফল বাগান, নিচু জমি, চর এলাকা চাষাবাদের আওতায় এনে উৎপাদনশীলতা বাড়ানো যায় এ সম্পর্কে কৃষকদের সম্যক ধারণা দেওয়া হয়। উক্ত আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিনিধি দল PARTNER প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।




Images
Attachments
Publish Date
22/02/2024
Archieve Date
30/09/2024