Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Control Measures of Collar Rot of Lentil
Details

রোগের নামঃ

মসুরের গোড়া পচা রোগ Collar Rot of Lentil (Sclerotium rolfsiiFusarium oxysporum f. sp. lentisছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ

  • চারা ও বয়স্ক অবস্থায় এ রোগের আক্রমণ হয় ও বেশী আক্রমণে গাছ মারা যায়।
  • বয়স্ক গাছ হলুদ রং হয়। আক্রান্ত গাছ ঢলে পড়ে ও শুকিয়ে যায়।
  • চারা অবস্থায় এ রোগ হলে গাছ হঠাৎ করে মারা যায়।
  • পাতা ক্রমান্বয়ে হলুদ রং ধারণ করে, গাছ ঢলে পড়ে ও শুকিয়ে যায়।
  • গাছের গোড়ায় সাদা মাইসেলিয়াম ও সরিষাকৃতির স্কেলেরোশিয়াম দেখা যায়।।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা।
  • অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করা।
  • জমি চাষ দিয়ে ফেলে রাখা।
  • বীজ বপনের ২১ দিন আগে মুরগির বিষ্ঠা ৫ টন প্রতি হেক্টর হারে জমিতে প্রয়োগ করা।
  • প্রোভেক্স ০.২৫% দ্বারা বীজ শোধন করে বপন করা।
  • বপনের ২৫ এবং ৪০ দিন পর প্রোভেক্স ০.২৫% দ্বারা মাটি ভিজিয়ে দেয়া।
Attachments
Publish Date
10/12/2023
Archieve Date
31/01/2024