Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Farmer's Training on "Improved Varieties and Production Technologies of Oilseed Crops".
Details

 তৈলবীজ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর অর্থায়নে সরেজমিন গবেষণা বিভাগ কুষ্টিয়ায় "তৈল বীজ জাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল" এর উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।গত ২৮/১২/২০২৩ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় সগবি,কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ এর সভাপতিত্বে এবং মোঃ মামুন হোসাইন এর সঞ্চালনায় এই প্রশিক্ষণ শুরু হয়। কুষ্টিয়া সদর উপজেলায় তৈলবীজ জাতীয় ফসল চাষ করে এমন ৩০ জন কৃষকে প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈলবীজ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর সম্মানিত পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী মোরশেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, সগবি,কুষ্টিয়া।উক্ত প্রশিক্ষণে বারি উদ্ভাবিত বিভিন্ন তৈল জাতীয় ফসলের উন্নত জাত, উৎপাদন কলাকৌশল, পোকামাকড় এবং বিভিন্ন রোগ বালাই এর দমন ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের সম্যক ধারণা দেওয়া হয়।  

Attachments
Publish Date
29/12/2023
Archieve Date
31/01/2024