Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মসুরের গোড়া পচা রোগের লক্ষণ ও প্রতিকার
বিস্তারিত

রোগের নামঃ

মসুরের গোড়া পচা রোগ Collar Rot of Lentil (Sclerotium rolfsiiFusarium oxysporum f. sp. lentisছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ

  • চারা ও বয়স্ক অবস্থায় এ রোগের আক্রমণ হয় ও বেশী আক্রমণে গাছ মারা যায়।
  • বয়স্ক গাছ হলুদ রং হয়। আক্রান্ত গাছ ঢলে পড়ে ও শুকিয়ে যায়।
  • চারা অবস্থায় এ রোগ হলে গাছ হঠাৎ করে মারা যায়।
  • পাতা ক্রমান্বয়ে হলুদ রং ধারণ করে, গাছ ঢলে পড়ে ও শুকিয়ে যায়।
  • গাছের গোড়ায় সাদা মাইসেলিয়াম ও সরিষাকৃতির স্কেলেরোশিয়াম দেখা যায়।।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা।
  • অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করা।
  • জমি চাষ দিয়ে ফেলে রাখা।
  • বীজ বপনের ২১ দিন আগে মুরগির বিষ্ঠা ৫ টন প্রতি হেক্টর হারে জমিতে প্রয়োগ করা।
  • প্রোভেক্স ০.২৫% দ্বারা বীজ শোধন করে বপন করা।
  • বপনের ২৫ এবং ৪০ দিন পর প্রোভেক্স ০.২৫% দ্বারা মাটি ভিজিয়ে দেয়া।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/12/2024
আর্কাইভ তারিখ
20/02/2025