গত ২৫/০৫/২০২৪ তারিখ বিকাল ৩:৩০ ঘটিকায় সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুষ্টিয়ায় EPOC প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকদের সাথে দিনব্যাপী মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (EPOC) প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক ড. ফেরদৌসী বেগম। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ এর সভাপতিত্বে এবং চন্ডি দাস কুণ্ড এর সঞ্চালনায় এ মাঠ দিবস অনুষ্ঠানের আলোচনা শুরু হয়। উক্ত মাঠ দিবসের আলোচনা অনুষ্ঠানে কিভাবে তেলজাতীয় ফসলের উৎপাদনশীলতা বাড়ানো যায় এ সম্পর্কে কৃষকদের সম্যক ধারণা দেওয়া হয়। উক্ত আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিনিধি দল EPOC প্রকল্পের আওতায় বাস্তবায়িত বারি তিল-৫ এর উৎপাদন কর্মসূচীর গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস